বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের আওতাধীন গ্রাহক কর্তৃক নবাব অটো রাইস মিল আঙিনার জলাশয়ে ৭২০ কিলোওয়াট পিকের ভাসমান সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। এত বড় সক্ষমতার ভাসমান সোলার সিস্টেম বাংলাদেশে এই প্রথম যার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের জন্য সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচিত হলো । অদ্য ৩০-০৫-২০২৩ খ্রি. তারিখে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও নেসকো পিএলসির সম্মানিত চেয়ারম্যান ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, এনডিসি মহোদয় উক্ত সোলার প্ল্যান্ট পরিদর্শন করেন। পরিদর্শনকালে নির্বাহী পরিচালক (কারিগরি), নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন), তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প ও স সার্কেল-২, রাজশাহী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিস্টেম প্রোটেকশন, রাজশাহী উপস্থিত ছিলেন।