১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে নেসকো লিঃ প্রাথমিক বিদ্যালয়, কাটাখালী, রাজশাহী কর্তৃক শহিদ বুদ্ধিজীবীদের জীবনী ওকর্মজীবন এবং মুক্তিযুদ্ধে তাঁদের অবদান নিয়ে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত আনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মো: আব্দুল মালেক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সালমা খাতুন, নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন), জনাব সৈয়দ গোলাম আহাম্মদ, নির্বাহী পরিচালক (অর্থ) ও জনাব মোঃ আব্দুর রশিদ,নির্বাহী পরিচালক (কারিগরি)। জনাব মো: রবিউল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিচালন এবং সংরক্ষণ সার্কেল-১, রাজশাহী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেসকো এর কর্মকর্তাবৃন্দ এবং নেসকো লিঃ প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।