'স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ'উদযাপন উপলক্ষে আয়োজিত উন্নয়ন মেলায় বিবিবি, নেসকো লিঃ, কালিগঞ্জ দপ্তরের স্টল তৃতীয় স্থান লাভ করে। উল্লেখ্য, নেসকো লিমিটেডের নিজস্ব অর্থায়নে কালীগঞ্জ উপজেলার অফগ্রীড চরাঞ্চলে সোলার হোম সিস্টেম স্থাপনের একটি মডেল মেলায় প্রদর্শন করা হয়।