Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২৩

৪০তম ব্যাচে বিসিএস (প্রশাসন) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ও রাজশাহী বিভাগে ন্যস্তকৃত ৩৪ জন ‘শিক্ষানবিশ সহকারী কমিশনার’ রাজশাহী বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংস্থার কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারনা প্রদানের নিমিত্ত “অফিস ভিজিট” কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষানবিশ সহকারী কমিশনারগণ ও নেসকো পিএলসি এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে “নেসকোর কার্যক্রম সম্পর্কে অবহিতকরন সভা” এর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসেকো পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জাকিউল ইসলাম মহোদয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেসকো পিএলসি এর নির্বাহী পরিচালকগণ, প্রধান প্রকৌশলীগণ, তত্বাবধায়ক প্রকৌশলীগণ, সিনিয়র সহকারী কমিশনার জনাব মো. মুহিদুল হক, সিনিয়র সহকারী কমিশনার জনাব মোছাঃ নাজমুন নাহার এবং ৪০তম ব্যাচে বিসিএস (প্রশাসন) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ও রাজশাহী বিভাগে ন্যস্তকৃত ৩৪ জন শিক্ষানবিশ সহকারী কমিশনারগণ। উক্ত অনুষ্ঠানে ভিডিও প্রেজেন্টেশন,পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং প্রশ্ন- উত্তর সেশন এর মাধ্যমে নেসকো কার্যক্রম শিক্ষানবিশ সহকারী কমিশনারগণের সামনে তুলে ধরা হয়।