মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যুৎ বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানিসমূহের কার্যালয়ের সৌন্দর্যবর্ধনে সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে নেসকো লিঃ প্রথম হয়েছে। বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ বিভাগের সচিব মো: হাবিবুর রহমানের কাছ থেকে প্রথম হওয়ার পুরষ্কার গ্রহণ করেছেন নেসকো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নেসকো লি: -এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুঃ মোহসিন চৌধুরী।