"Building Trust Enabling Sustainability" প্রতিপাদ্য নিয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী পিএলসি কর্তৃক International Accounting Day-2022 পালন করা হয়।এ উপলক্ষ্যে নেসকো পিএলসি’র বিভিন্ন দপ্তর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং জুম প্লাটফর্মের মাধ্যমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ওশোভাযাত্রায় নেসকোপিএলসি’র উর্দ্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা/কর্মচারী অংশগ্রহন করেন।