Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd জানুয়ারি ২০২৩

জনাব মুঃ মোহসিন চৌধুরী, মহাপরিচালক (সচিব), বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এবং চেয়্যারম্যান, নেসকো পিএলসি মহোদয় জনাব জাকিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এর সভাপতিত্বে নেসকো লি. প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ”অভিভাবক সমাবেশ এবং মতবিনিময় সভা” এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালকগণ, তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ এবং নেসকো এর কর্মকর্তাগণ। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নেসকো লি. প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। চেয়্যারম্যান মহোদয় ১৯৮৪ সালে যাত্রা শুরু করা এই স্কুলটিকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।নেসকো লি. প্রাথমিক বিদ্যালয়টিকে একটি আদর্শ স্কুল হিসেব গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং পদক্ষেপসমূহ বাস্তবায়নের নিমিত্ত সংশ্লিষ্ট সকলকে দিকনির্দেশনা প্রদান করেন।