নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা ২৯ ডিসেম্বর-২০২১, রবিবার বিজয় হল , বিদ্যুৎ ভবন, ঢাকা তে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: হাবিবুর রহমান, সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেসকো লিঃ এর সাবেক চেয়ারম্যান ও বর্তমানে নির্বাচন কমিশন এর মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব এ কে এম হুমায়ুন কবীর ও জনাব মোঃ বেলায়েত হোসেন, চেয়ারম্যান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সভায় সভাপতিত্ব করেন জনাব মুঃ মোহসিন চৌধুরী, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ ও চেয়ারম্যান, নেসকো লিঃ। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন নেসকো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জাকিউল ইসলাম।